আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দামেস্ক শহরে আজ রবিবার সকালে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সুত্র জানায়,সকালে বিস্ফোরক বহনকারী তিনটি গাড়ি লক্ষ্য দামেস্কের পুলিশ ধাওয়া করে দুটি আটক করতে সক্ষম হয়। পরে সেগুলো ধ্বংস করে দেয়া হয়। কিন্তু তৃতীয় গাড়িটি দামেস্ক শহরের আল ঘাদির স্কোয়ারে পৌঁছাতে সক্ষম হয় এবং বিস্ফোরণ ঘটনায়। বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। সুত্র জানিয়েছে,বিস্ফোরণে আটজন নিহত ও ১২ জন আহত হয়েছে।