News71.com
 International
 02 Jul 17, 10:48 AM
 261           
 0
 02 Jul 17, 10:48 AM

মালয়েশিয়ায় অভিযানে ৩২৯ বাংলাদেশিসহ আটক ৭৫২অভিবাসী।।  

মালয়েশিয়ায় অভিযানে ৩২৯ বাংলাদেশিসহ আটক ৭৫২অভিবাসী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মোট ৭৫২ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২৯ জন বাংলাদেশি রয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত অভিযানে এই অভিবাসীদের আটক করা হয়। অবৈধ শ্রমিকের নিবন্ধনের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) গ্রহণে বেঁধে দেওয়া মেয়াদ শেষ হওয়ার পরই এই অভিযান পরিচালনা করে মালয়েশিয়া সরকার।

অভিযান চালানো হয়েছে দেশটির মালয় উপদ্বীপের বৃহত্তম রাজ্য জোহরের রাজধানী জোহর বাহরু,মালাক্কা প্রণালী পাড়ের শহর ক্লাং,কেদাহ রাজ্যের রাজধানী আলোর সেতার,কোটা বাহরু,প্রথম শহর মালাক্কা,পেরাক রাজ্যের রাজধানী ইপোহ, কুয়ালা তেরেঙ্গনু,পাহাংয়ের রাজধানী কুয়ানটান,সেরেমবান ও পেনাং রাজ্যের শহর জর্জটাউন এবং বোর্নিও দ্বীপের সারাবাক রাজ্যের রাজধানী কুচিং ও পূর্বাঞ্চলের সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালুসহ বিভিন্ন এলাকায়। এর মধ্যে বাংলাদেশি আটক হয়েছেন জোহর বাহরু থেকে ১৭৫,আলোর সেতার থেকে ৫,কোটা বাহরু ১৩২,মালাক্কা থেকে ১১,ইপোহ থেকে ১,কুয়ান্টান থেকে ৪,সেম্বারান থেকে ১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন