News71.com
 International
 02 Jul 17, 10:39 AM
 308           
 0
 02 Jul 17, 10:39 AM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-WHO এর মহাপরিচালক পদে বসলেন আফ্রিকান তেদ্রোস আধানম।।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-WHO এর মহাপরিচালক পদে বসলেন আফ্রিকান তেদ্রোস আধানম।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তেদ্রোস আধানম। সংস্থাটির প্রধান হিসেবে আফ্রিকা থেকে এই প্রথম কাউকে নিয়োগ দেয়া হলো। বেশ কয়েকজন প্রার্থীর মধ্য থেকে গত মে মাসে ৫২ বছর বয়সী আধানমকে নির্বাচন করে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। তার পূর্বসূরি চীনের নাগরিক মার্গারেট চ্যান ডব্লিউএইচওর প্রধান হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেছেন।

ম্যালেরিয়া বিশেষজ্ঞ আধানম এর আগে ইথিওপিয়ার স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত,বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জাতিসংঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সী। এটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সারা বিশ্ব জুড়ে সংগঠনটিতে বর্তমানে ৮ হাজার কর্মকর্তা ও কর্মী কাজ করে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন