News71.com
 International
 01 Jul 17, 07:20 PM
 193           
 0
 01 Jul 17, 07:20 PM

মাইন বিস্ফোরণে আবারও রক্তাক্ত পাকিস্তান, নিহত ৪।।

মাইন বিস্ফোরণে আবারও রক্তাক্ত পাকিস্তান, নিহত ৪।।


আন্তর্জাতিক ডেস্কঃ মাইন বিস্ফোরণে কেঁপে গেল পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকার খাইবার এজেন্সি। এই বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন সাধারণ নাগরিক ও একজন নিরাপত্তা রক্ষী। জানা গেছে,বিস্ফোরণের ঘটনাস্থল খাইবার এজেন্সির মেদান উপত্যকা। প্রতিদিনের মত এই দিনেও টহল দিচ্ছিলেন সেনাকর্মীরা। সেই সময় মাইন বিস্ফোরণ হয়। এই ঘটনায় সেনাদের একটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি ফাটা এলাকার বৃহত্তম শহর পারাচিনারে ভয়াবহ নাশকতা হয়। সেই বিস্ফোরণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। তারপরেই ক্ষুব্ধ হয়ে উঠেন এখানকার বাসিন্দারা। সরকারের দেওয়া ক্ষতিপূরণ ঘিরে বিক্ষোভ ছড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন