News71.com
 International
 01 Jul 17, 04:42 PM
 189           
 0
 01 Jul 17, 04:42 PM

ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত।।

ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির এক মহাসড়কে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার সকালের এ ঘটনায় বিমানটির দুই আরোহী আহত হয়েছেন,তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উত্তর-দক্ষিণ বরাবর ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে গাড়ি চলাচল ব্যাহত হয়। দুই ইঞ্জিনের সেসনা ৩১০ বিমানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান ডিয়াগো মহাসড়কের দক্ষিণমুখী লেনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।

মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে নিচের দিকে পড়তে থাকা বিমানটি একটি গাড়িকে আঘাত করে,তবে গাড়িটির কোনো আরোহী আঘাত পাননি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসনের মুখপাত্র আয়ান গ্রেগর জানিয়েছেন,নিকটবর্তী জন ওয়েন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির পাইটল জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে বন্দরে ফেরানোর চেষ্টা করেন,তখনই প্রায় ৯টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি বিধ্বস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন