News71.com
 International
 01 Jul 17, 12:55 PM
 162           
 0
 01 Jul 17, 12:55 PM

মালয়েশিয়ায় বৈধ হতে বাংলাদেশিদের সর্বাধিক আবেদন।।

মালয়েশিয়ায় বৈধ হতে বাংলাদেশিদের সর্বাধিক আবেদন।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের বৈধ হতে সরকারের দেওয়া সাড়ে চার মাসের সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন বাংলাদেশিরা। গতকাল শুক্রবার মধ্যরাতের পর থেকেই অবৈধদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,ই-কার্ড নেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু হবে;তাদের নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) বা সাময়িক কাজের অনুমতিপত্র পেতে যে ১৫টি দেশের নাগরিকরা আবেদন করেছেন,তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ২৬ হাজার ৯৫৭টি কম্পানির মোট এক লাখ ৫৫ হাজার ৬৮০ জন অবৈধ প্রবাসী আবেদনকারীর মধ্যে বাংলাদেশির সংখ্যা ৭১ হাজার ৯০৩;এর পরই রয়েছে ইন্দোনেশিয়া (২৬ হাজার ৭৬৪) ও মিয়ানমারের (১১ হাজার ৮২৫) নাগরিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন