News71.com
 International
 01 Jul 17, 10:33 AM
 179           
 0
 01 Jul 17, 10:33 AM

নিউইয়র্কের হাসপাতালে নির্বিচারে গুলি,চিকিৎসকসহ নিহত ২।।

নিউইয়র্কের হাসপাতালে নির্বিচারে গুলি,চিকিৎসকসহ নিহত ২।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স-লেবানন হাসপাতালে নির্বিচারে গুলি ছুড়েছে ডাক্তারের পোশাক পরিহিত এক বন্দুকধারী। এতে এক নারী ডাক্তার নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পরে নিজের গুলিতে হামলাকারীও মারা যান। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত তিনটার কিছু আগে চিকিৎসকের পোশাক পরে হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে এ হামলা চালানো হয়। নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেমস ও নেইল বলেন,হামলার পর ঘটনাস্থল থেকে সাদা ল্যাব কোট পরিহিত ওই বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পাশে বন্দুকটি পড়ে ছিল।

হামলাকারীকে সনাক্ত করেছে পুলিশ। তিনি আগে এই হাসপাতালেই কাজ করেছেন। তবে হাসপাতাল সূত্র তার নাম জানাতে অপরাগতা প্রকাশ করেছে। যদি পুলিশ সূত্র বলছে,ওই হামলাকারীর নাম হেনরি বেলো (৪৫)। তিনি একজন সাবেক মেডিসিন বিশেষজ্ঞ। ২০১৫ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চাকরি ছেড়েছিলেন। এদিকে,হামলা ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে না সিটি মেয়র কিংবা পুলিশ। মেয়র বিল ডি ব্ল্যাসিও বলেন,এটা সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। বরং এটি কর্মক্ষেত্র সম্পর্কিত ঝামেলার পরিণতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন