News71.com
 International
 30 Jun 17, 08:33 PM
 194           
 0
 30 Jun 17, 08:33 PM

এবার হাফিজ সাঈদের সংগঠন নিষিদ্ধ করল পাকিস্তান

এবার হাফিজ সাঈদের সংগঠন নিষিদ্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ হাফিজ সাঈদকে গৃহবন্দী করার পর এবার তার সংগঠন তেহরিক-ই-আজাদিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। নিষিদ্ধ ঘোষণা করলেও জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না পাকিস্তান সরকার। এখন থেকে শুধু পর্যবেক্ষণে (আন্ডার ওয়াচ) রাখা হয়েছে।

২০০৮ ভারতের মুম্বাই শহরে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন প্রাণ হারান। এ হামলার জন্য হাফিজ সাঈদেকে অভিযুক্ত করে আসছে ভারত। ভারতের অব্যাহত চাপের মুখে চলতি বছরের জানুয়ারিতে তাকে গৃহবন্দী করে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন