News71.com
 International
 30 Jun 17, 07:09 PM
 131           
 0
 30 Jun 17, 07:09 PM

সমকামী বিয়ের বৈধতা দিলো জার্মান পার্লামেন্ট ।।

সমকামী বিয়ের বৈধতা দিলো জার্মান পার্লামেন্ট ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে স্ন্যাপ ভোটের মাধ্যমে সমকামী বিয়ের বৈধতা দিলো এমপিরা। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গত সোমবার বিরোধীদের এ বিষয়ে ভোটাভুটির প্রস্তাব করলে,আজ শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রস্তাবটি। সুত্রের খবরে জানা গেছে,এর আগে সমকামী বিয়ের বিরোধিতা করে আসছিলেন চ্যান্সেলর। তবে নতুন এই আইন পাশ হওয়ায় এখন থেকে সমকামীরা (গে ও লেসবিয়ান) বিয়ের পূর্ণ অধিকার পেলেন। একই সঙ্গে তারা সন্তান দত্তকও নিতে পারবেন।

জানা গেছে,মার্কেল এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে ইউরোপীয় দেশের মধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড,নেদারল্যান্ডস,বেলজিয়াম,স্পেন, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আগেই সমকামী বিয়েকে বৈধতা প্রদান করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন