News71.com
 International
 29 Jun 17, 11:45 PM
 151           
 0
 29 Jun 17, 11:45 PM

৩ বছর পর আইএসের হাত থেকে মসুলের দখল নিল ইরাকি সেনা।।

৩ বছর পর আইএসের হাত থেকে মসুলের দখল নিল ইরাকি সেনা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মসুল থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আইএস। ৩ বছর পর আইএসের হাত থেকে মোসুলের দখল নিল ইরাকি সেনা। আজ বৃহস্পতিবার একথা নিশ্চিত করেছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রালয়। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রালয় আরও জানিয়েছে,আইএসের তাণ্ডবে ধ্বংস হয়ে যাওয়া আল নুরি মসজিদ চত্বরেরও দখল নিয়েছে সেনারা। এখন শুধু কয়েকজন আইএস জঙ্গিই লড়াই চালাচ্ছে। তবে খুব শীঘ্রই তাদেরও হত্যা করে ফেলবে সেনারা। গত সপ্তাহেই ঐতিহাসিক ওই মসসজিদ এবং তার ঈষৎ হেলানো আল হাদবা মিনার গুঁড়িয়ে দিয়েছিল আইএস। ২০১৪ সালে মোসুল দখল করার পরে শেষবার প্রকাশ্যে ওই মসজিদ থেকেই নিজেকে ইরাক,সিরিয়ার স্বঘোষিত খলিফা বলে অভিহিত করেছিল আইএস নেতা আবু বকর আল বাগদাদি। তারপরেই ইসলামিক স্টেটের আনুষ্ঠানিক ঘোষণা করে বাগদাদি।

ইরাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আল শাদি বলেন,আজ বৃহস্পতিবার বিকালের মধ্যেই ইরাকি সেনাবাহিনী পুরো মসজিদ চত্বর এবং সংলগ্ন এলাকার দখল নিয়ে নিয়েছে। এর আগে মেজর জেনারেল সামি আল আরিদি গতকাল বুধবারই সতর্ক করেছিলেন,মসজিদ চত্বরটি আগে ইঞ্জিনিয়াররা সাফাই করবেন। তারপর বাকিরা ঢুকতে পারবে। কারণ জঙ্গিরা মাইন পুঁতে রাখতে পারে। সেই মতো আজ বৃহস্পতিবার প্রথমে ইঞ্জিনিয়াররা মসজিদ চত্বরে ঢুকে এলাকা পরিষ্কার করেন। তারপরেই সেনাবাহিনী ঢোকে। প্রায় ৯ মাস ধরে মোসুল পুনর্দখলের অভিযান চলে। প্রতিটি অলিগলি,বাড়ি বাড়িতে ঢুকে তল্লাশি চালায় সেনা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,ছদ্মবেশ ধরার জন্য অনেক জঙ্গিই চুলদাড়ি ছেঁটে ফেলেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইরাকের ইমার্জেন্সি রেসপন্স ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ দিয়াব আল তামিমি জানিয়েছেন,আইএসের সঙ্গে লড়াইয়ে তারাও বহু তরুণ জওয়ানকে হারিয়েছেন। তবে আপাতত মোসুল জঙ্গি মুক্ত হওয়ার পথে এগোলেও ফের তারা মাথা চাড়া দিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন