News71.com
 International
 29 Jun 17, 11:04 PM
 137           
 0
 29 Jun 17, 11:04 PM

সীমান্ত ইস্যুতে ভারতের পর এবার চীনকে হুমকি দিল ভুটান ।

সীমান্ত ইস্যুতে ভারতের পর এবার চীনকে হুমকি দিল ভুটান ।

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত এলাকায় চীনা সেনাদের সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে ভারত-চীন সেনাদের মধ্যে রেষারেষি চলছেই। আর এর মধ্যেই ভুটানের হুঁশিয়ারি, কোনভাবেই তাদের সীমান্তে চীনা বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না। চীন ও ভারতের মধ্যে ক্ষুদ্র পাহাড়ি দেশ ভুটান। ফলে তার অবস্থানের বিশেষ গুরুত্ব দেয় বেইজিং ও নয়াদিল্লি। এক খবরে বলা হয়, সিকিমের ডোকলামের জোম্পলরি এলাকায় চীনের সড়ক নির্মাণ কাজকে দ্রুত বন্ধ করার কথা বলেছে ভুটান। ভুটানের রাষ্ট্রদূত বেতসোপ নামগিয়াল ভারতে এক সংবাদ সংস্থার কাছে জানান, চীনের কূটনৈতিক মিশনের মাধ্যমেই ভুটান এই পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিককালে চীনের সেনা, ভুটানের সেনা শিবিরের দিকে সড়ক নির্মাণের কাজ শুরু করে, যা দুই দেশের চুক্তি লঙ্ঘন করছে বলে দাবি ভুটানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন