News71.com
 International
 29 Jun 17, 03:35 PM
 175           
 0
 29 Jun 17, 03:35 PM

ভারতে মোদি সরকারের নতুন চমক,এবার বাজারে আসছে ২০০ টাকার নোট

ভারতে মোদি সরকারের নতুন চমক,এবার বাজারে আসছে ২০০ টাকার নোট

আন্তর্জাতিক ডেস্কঃ খুব শীঘ্রই ২০০ টাকার নতুন নোট ভারতের বাজারে আসতে চলেছে। বর্তমানে এর ছাপার কাজ চলছে। দিল্লীতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানও হয়েছে।স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রুপ চিফ ইকোনমিস্ট সৌমকান্তি ঘোষ এই বিষয়ে ইকোনমিক টাইমস’কে জানিয়েছেন, “প্রতিদিনকার আর্থিক লেনদেনে সুবিধার জন্যই ২০০ টাকার নতুন নোট বাজারে আনার কথা ভাবা হয়েছে”।২০০ টাকার নোট বাজারে আনার বিষয়ে সরকারের ভাবনাও ঠিক একই। কেন্দ্রীয় সরকারের দাবি, ২০০ টাকার নোট বাজারে আসলে মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক লেনদেনের পক্রিয়া আরও সহজ হবে এবং গতি পাবে।তবে এই ২০০ টাকার নতুন নোট কবে সাধারণ মানুষের হাতে এসে পৌঁছবে সেই বিষয়ে কোন নির্দিষ্ট তারিখের কথা এখনও পর্যন্ত রিজার্ভ ব্যঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন