News71.com
 International
 29 Jun 17, 03:34 PM
 170           
 0
 29 Jun 17, 03:34 PM

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি বিমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার।।

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি বিমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি বিমানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে দেশটির বিমান কর্তৃপক্ষ। এর আওতায় যাত্রী এবং ল্যাপটপ-কম্পিউটারসহ নানা ইলেকট্রনিক্স ডিভাইস বিমানে বহনে আরো কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল বুধবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-বিষয়কমন্ত্রী জন কেলি জানান,শত্রুরা সন্ত্রাস বা হাইজ্যাকের জন্য অনবরত নতুন নতুন কৌশল খোঁজছে। তাই কোনো ধরনের ভুল করা চলবে না।

এসময় তিনি আরো বলেন,আগামী চার মাসের মধ্যে নিরাপত্তার জন্য নতুন নতুন যেসব বিষয় আরোপ করা হবে,তা যাত্রীদের পরিষ্কার করে জানানো হবে। এতে,সব যাত্রীর ইলেকট্রনিক্স পণ্য বিমানে বহন নিষিদ্ধ হতে পারে। প্রসঙ্গত,বিমানে ল্যাপটপ বহনে গত মার্চ থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ৮টি দেশে নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন