News71.com
 International
 29 Jun 17, 12:57 PM
 156           
 0
 29 Jun 17, 12:57 PM

জাতিসংঘের সিএমডাব্লিউ'র সদস্য হলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক

জাতিসংঘের সিএমডাব্লিউ'র সদস্য হলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের কমিটি অন দ্যা রাইটস অব অল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বারস অব দেয়ার ফ্যামিলিজ (সিএমডাব্লিউ) এর নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিএমডাব্লিউ'র ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে ৫১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন শহিদুল হক। সিএমডাব্লিউ'র এ নির্বাচনে কোনো প্রার্থীর এটাই সর্বাধিক ভোট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথমবারের মতো অভিবাসীদের অবৈধ পাচার রোধকল্পে একটি নিরাপদ,সুশৃঙ্খল ও নিয়মিত 'গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্ট'প্রণয়নের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ওই প্রস্তাব ২০১৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গ্লোবাল কম্প্যাক্ট তৈরির বিষয়ে জাতিসংঘে এখন আনুষ্ঠানিক আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন