আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আমেরিকা আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন রুশ প্রবীণ সংসদ সদস্য কোনস্তানতিন কোসাচেভ। দামেস্ক সরকার রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন অজুহাত তুলে আমেরিকা সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি ধারণা ব্যক্ত করেন। রুশ সংসদের উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কোনস্তানতিন কোসাচেভ আরও বলেন,এই ধরণের হামলার বিষয় ওয়াশিংটন আগে থেকেই জানে। এবং তা ঠেকানোর চেষ্টা করছে না। বরং সিরিয়ার নেতাকে এ জন্য দায়ী করতে চাইছে বলেই মনে হচ্ছে।
আমেরিকা নিজেই সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আগাম হামলার পরিকল্পনা করছে আর এই কারণে এমন এক বিষয় নিয়ে কথা বলেছে যা আগেই আন্তর্জাতিক পর্যায়ে ‘খ্যাতিমান’হয়ে উঠেছে। ফলে দামেস্কের বিরুদ্ধে আগাম হামলা চালিয়ে আমেরিকা তাকে ‘ন্যায়সঙ্গত’ বলে প্রমাণের চেষ্টা চালাবে। গত ৪ এপ্রিল ইদলিবের খান শাইখুন শহরে রসায়নিক হামলার ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। তবে,কোনও রকম তদন্ত বা প্রমাণ ছাড়াই এর জন্য সিরিয়াকে দায়ী করে ওয়াশিংটন। রাসায়নিক হামলাকে কেন্দ্র করে ৬ এপ্রিল মার্কিন বাহিনী সিরিয়ার হোমসে একটি সরকারি বিমানঘাঁটিতে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।