News71.com
 International
 28 Jun 17, 10:41 PM
 213           
 0
 28 Jun 17, 10:41 PM

ভারতের অসম্পূর্ণ মানচিত্র প্রকাশ করে বিতর্কে জড়াল চীনা সংস্থা ওয়ানপ্লাস।।

ভারতের অসম্পূর্ণ মানচিত্র প্রকাশ করে বিতর্কে জড়াল চীনা সংস্থা ওয়ানপ্লাস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অসম্পূর্ণ মানচিত্র প্রকাশ করে বিতর্কে জড়িয়ে পড়ল চীনা মোবাইল সংস্থা ওয়ানপ্লাস। গত ২০ জুন ওই সংস্থার তৈরি মোবাইল ওয়ানপ্লাস-৫ বিশ্ববাজারে ছাড়া হয়। বিশ্ব জুড়ে সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছিল ইউটিউবের মাধ্যমে। সেখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে,তাতে পাক অধিকৃত কাশ্মীরের কোনো অস্তিত্বই নেই। এমনকী,শহরগুলির তালিকায় দিল্লি নামের বানানও ভুল লেখা ছিল। এখানেই শেষ নয়। ওই ভিডিওতে বেঙ্গালুরু শহরের পুরনো নাম ‘ব্যাঙ্গালোর’ লেখা ছিল। ইউটিউবে ওই সংস্থার ভিডিওতে ১ ঘণ্টা ৫ মিনিট ৭ সেকেন্ড পরে ওই ভুলগুলি এখনও দেখা যাবে।

এর আগে প্রায় একই ধরনের ভুল দেখা গিয়েছিল ট্যুইটারে। গত বছর প্রকাশিত একটি মানচিত্রে কাশ্মীরকে চীনের অংশ হিসাবে দেখানো হয়। অন্য দিকে, পাকিস্তানের রাজ্য বলে উল্লেখ করা হয়েছিল জম্মুকে। ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হলে শেষমেশ নিজেদের ভুল শুধরে নেন ট্যুইটার কর্তৃপক্ষ। ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী দেশের মানচিত্র বিকৃত করে দেখালে অপরাধীর সর্বোচ্চ সাত বছরের জেল এবং ১০০ কোটি টাকার জরিমানা হতে পারে।

ওয়ানপ্লাস-এর ওই অনুষ্ঠানের পরে সপ্তাহখানেক কেটে গেলেও এখনও পর্যন্ত ইউটিউবের ওই ভিডিওটিতে ভুলগুলি রয়ে গেছে। সংস্থার পক্ষে এ নিয়ে কোনো বিবৃতি মেলেনি। এমনকী,ভারত সরকারের পক্ষ থেকে জরিমানা তো দূরের কথা, এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন