News71.com
 International
 28 Jun 17, 12:39 PM
 220           
 0
 28 Jun 17, 12:39 PM

বেতন বাড়ছে ইংল্যান্ডের রানী এলিজাবেথের।।

বেতন বাড়ছে ইংল্যান্ডের রানী এলিজাবেথের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বেতন বাড়তে চলেছে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের! রানীর খরচ ব্যয় বেড়ে যাওয়া এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রানীর বেতন যায় সভারেন গ্রান্ট থেকে। যার দায়িত্বে রয়েছে ইংল্যান্ডের ট্রেজারি। সেখান থেকেই রানীর যাতায়াত,প্রাসাদ ও দৈনন্দির খরচের ভার বহন করা হয়। গ্রান্টের তরফে জানানো হয়েছে,২০১৮-১৯ অর্থবর্ষে রানীর খরচের কথা মাথায় রেখে বেতন বছরে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। প্রসঙ্গত,ক্রাউন এস্টেটের লাভ্যাংশের ২৫ শতাংশ রানীর বেতন হিসেবে রাখা হয়।

৯১ বছরের রানীর মালিকানাধীন ক্রাউন এস্টেটের লাভ গত বছর ২৪ মিলিয়ন (১০ লাখ) পাউন্ড বৃদ্ধি পেয়ে ৩২৯ মিলিয়ন পাউন্ড ছুঁয়েছে। আর এই ক্রাউন এস্টেটের লাভ্যাংশের ২৫ শতাংশ রানীর বেতন হিসেবে রাখা হয়। সে হিসেবে বেতন বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন