News71.com
 International
 28 Jun 17, 12:37 PM
 183           
 0
 28 Jun 17, 12:37 PM

এবার ভয়াবহ সাইবার হামলার শিকার ইউরোপসহ গোটা মধ্যপ্রাচ্য।।

এবার ভয়াবহ সাইবার হামলার শিকার ইউরোপসহ গোটা মধ্যপ্রাচ্য।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার সাইবার হামলার শিকার ইউরোপ। তবে,শুধু ইউরোপ নয় এই ব়্যামস্যামওয়ারে আক্রান্ত ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। এই নতুন ব়্যামস্যামওয়ারের নাম পেটিয়া। ভারতের ওয়েবসাইটেও হামলা করতে পারে পেটিয়া। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সুইস সরকারের তথ্যপ্রযুক্তি এজেন্সি। ব়্যামস্যামওয়ার হল এমন এক ধরনের সাইবার হামলা। যা কম্পিউটারে থাকা সমস্ত ডিজিটাল ফাইলের উপর আঘাত হানতে পারে। এমনকি ওই সমস্ত ফাইলগুলি সমস্ত লক হয়ে যাবে এবং সেই সমস্ত ফাইল গুলো খুলতে প্রয়োজন পরবে টাকারও। প্রায় ৩০০ডলার টাকার দাবি করেছে এই পেটিয়া।

বিশেষজ্ঞদের মত,যে কম্পিউটারটি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই কম্পিউটারটি থেকে আবার সমস্ত কিছু তথ্য ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। রাশিয়ার শীর্ষস্থানীয় তেল উৎপাদক সংস্থা জানিয়েছে,এই সাইবার হামলার ফলে তাদের সংস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউক্রেনের বেশ কিছু দেশ সাইবার হামলার শিকার হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন