আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের উত্তরাঞ্চলীয় মরুভূমি থেকে মুমূর্ষু অবস্থায় ২৪ পশ্চিম আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খাদ্য ও পানি না থাকায় আরো অনেকের মৃত্যুর আশংকা করা হচ্ছে। মানব পাচারকারীরা খাদ্য ও পানি ছাড়া তাদেরকে নাইজারের উত্তরাঞ্চলের একটি মরুভূমিতে রেখেছিল। গতকাল সোমবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানান।
উদ্ধারকৃত এই অভিবাসীরা ৭০ জনের একটি দলের অংশ বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় বিলমার প্রধান কর্মকর্তা ফাতোউমি বোউদউ জানা,এই অভিবাসীরা আগাদের থেকে একটি গাড়িতে করে লিবিয়ার উদ্দেশে যাচ্ছিল। তিনি আরো বলেন,মানব পাচারকারীরা তাদেরকে খাবার ও পানি ছাড়াই মরুভূমিতে ফেলে রেখে পালিয়ে যায়। এছাড়া স্থানীয় একটি বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে,এর আগে কর্তৃপক্ষ গত রবিবার সেখান থেকে ৫২টি লাশ উদ্ধার করেছে।