News71.com
 International
 27 Jun 17, 05:29 PM
 174           
 0
 27 Jun 17, 05:29 PM

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরাইলের বিমান হামলা।।

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরাইলের বিমান হামলা।।


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের হামাস ঘাঁটিতে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার রাতে হামাসের একাধিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। ফিলিস্তিনী ভূ-খণ্ড থেকে রকেট হামলার অভিযোগে প্রতিবেশী দেশটির ওপর এ আগ্রাসন চালায় ইহুদী রাষ্ট্রটি। ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় রাফাহ্ নগরীর কাছে হামাসের অন্তত তিনটি স্থাপনায় এ হামলা চালানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, শা’র হানেগেভ আঞ্চলিক পরিষদের কাছে হামাসের একটি রকেট নিক্ষেপের জবাবে ইসরাইলি সৈন্যরা এ হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন