News71.com
 International
 27 Jun 17, 05:28 PM
 169           
 0
 27 Jun 17, 05:28 PM

কবর থেকে তোলা হবে চিত্রকার দালির লাশ ।

কবর থেকে তোলা হবে চিত্রকার দালির লাশ ।


আন্তর্জাতিক ডেস্কঃ বিখ্যাত চিত্রকার সালভাদোর দালি। জগৎপ্রসিদ্ধ যার ছবি তিনি চিরনিদ্রায় গেছেন ২৮ বছর আগেই। ১৯৮৯–এ ৮৫ বছর বয়সেই প্রয়াণ। স্পেনে মৃত্যু হলেও সমাধিস্থ করা হয় দক্ষিণ–পূর্ব ক্যালিফোর্নিয়ার ফিগুয়ার্সে তাঁর নিজের তৈরি মিউজিয়ামে। এটি নিজেই ডিজাইন করেছিলেন এই বিখ্যাত চিত্রশিল্পী। সম্প্রতি সালভাদোর দালিকে পিতা দাবি করে মাদ্রিদে আদালতের দ্বারস্থ হয়েছেন এক নারী। ২০১৫–এ ট্যারো কার্ড রিডার মারিয়া পিলার এবেল মার্টিনেজ দাবি করেন, সালভাদোর দালিই তার পিতা। তাঁর মা সালভাদোরের পরিচারিকা ছিলেন। ১৯৫৫ সালের ঘটনা দাবি করে তিনি আদালতে বলেন, তার মায়ের সঙ্গে প্রেম ছিল সালভাদোরের।

কাডাকোয়েসে সালভাদোরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন আন্তোনিয়া। জিরোনায় তাঁর জন্ম হয়। আদালতে সালভাদোর দালিকে পিতা দাবি করে মারিয়া বলেন, একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সকলের সামনেই সালভাদোর দালিকে তার বাবা বলে জানিয়েছিলেন আন্তোনিয়া। ১৯৫৫–এ সালভাদোরের বাড়ির কাজ ছেড়ে তিনি অন্য শহরে চলে গিয়েছিলেন। সেখানে আনো একজনকে বিয়েও করেছিলেন আন্তোনিয়া। পরে সালভাদোরও বিয়ে করেন এলিনা ইভানোভানা ডায়াকোনভাকে। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সেই কারণে তার সম্পত্তিরও কোনো দাবিদার ছিল না। কিন্তু সালভাদোরের সেই সম্পত্তি দাবি করে বসেন মারিয়া। তারপরেই তার পিতৃত্বের পরিচয় জানতে সালভাদোরের কবরস্থ লাশ তোলার নির্দেশ দিয়েছে মাদ্রিদের এই আদালত। জুলাইয়ে তার লাশ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন