আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি পার্বত্য গ্রামে আজ মঙ্গলবার নতুন করে ভূমিধস হয়েছে। গত সপ্তাহান্তে এখানে এক ভয়াবহ ভূমিধসের দুর্ঘটনা ঘটে। সুত্র জানায়,নতুন করে এই ভূমিধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। জিনমো গ্রামে গতকাল সোমবার ভূমিধসের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। এর আগে গত শনিবার শিচুয়ান প্রদেশের একটি গ্রামে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু ও ৯৩ জন নিখোঁজ হয়। এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত পাওয়া গেছে। সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।