News71.com
 International
 27 Jun 17, 01:31 PM
 167           
 0
 27 Jun 17, 01:31 PM

ইরানের ধর্মীয় নেতা কাশ্মীর নিয়ে নেতিবাচক বক্তব্য দেয়ায় ভারত-ইরান সম্পর্কের অবনতির শঙ্কা.....

ইরানের ধর্মীয় নেতা কাশ্মীর নিয়ে নেতিবাচক বক্তব্য দেয়ায় ভারত-ইরান সম্পর্কের অবনতির শঙ্কা.....


আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে প্ররোচনা মূলক মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেনি। গোটা পৃথিবীর মুসলিম সমাজকে কাশ্মীরি বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। ইরানের রাজধানী তেহরানে গতকাল সোমবার ইদের নামাজে নেতৃত্ব দেন আয়াতোল্লা। সেখানে দেওয়া ভাষণেই ইরানের ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন বলে অহলুলবাইত নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে। কাশ্মীরের মানুষের উপর ‘অত্যাচার’ চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

আমেরিকাসহ বিশ্বের এক বিরাট অংশ যখন ইরানের বিরুদ্ধে গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে,তখন ভারত কিন্তু উল্টো পথে হেঁটে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করেছে। ভারত-ইরান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বেশ নিবিড়। তেহরান বা নয়াদিল্লি সচরাচর পরস্পরের বিরুদ্ধে মন্তব্যও করে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই গতকাল সোমবার খুব স্পষ্ট করে জানালেন,ইরান কাশ্মীরি বিক্ষোভকারীদের পাশে। কাশ্মীরের স্বাধীনতার পক্ষে খোলাখুলি সওয়াল করলেন তিনি। ইরান যে ভাবে কাশ্মীর সমস্যা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করল,সে ভাবে গোটা পৃথিবীর মুসলিম সমাজের উচিত কাশ্মীর সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা,মন্তব্য আয়াতোল্লা আলি খামেনেই-এর।

ইদের জমায়েত থেকে যে ভাবে সোমবার কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের জন্য গোটা মুসলিম বিশ্বের কাছ থেকে সমর্থন চেয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই,তা ভারত-ইরান সম্পর্কে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা। কাশ্মীর সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন,সে মন্তব্য যে মুখ ফস্কে বেরিয়ে আসা কোনও কথা নয়,তা-ও সযত্নে বুঝিয়ে দিতে চেয়েছেন আয়োতোল্লা। ইদ জমায়েত শেষ হওয়ার পর টুইটারেও এ দিন তিনি একই বার্তা দিয়েছেন। আয়াতোল্লা আলি খামেনেই-এর টুইট,গোটা মুসলিম বিশ্বের উচিত বাহরাইন, কাশ্মীর,ইয়েমেনের মানুষকে খোলাখুলি সমর্থন করা এবং যে সব অত্যাচারী রমজানের সময় মানুষকে আক্রমণ করলেন,তাদের নিন্দা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন