News71.com
 International
 27 Jun 17, 01:21 PM
 182           
 0
 27 Jun 17, 01:21 PM

সোমবার যাত্রা শুরু করল চীনের দ্রুততম বুলেট ট্রেন; গতিবেগ ঘণ্টায় ৪০০ কিলোমিটার ।

সোমবার যাত্রা শুরু করল চীনের দ্রুততম বুলেট ট্রেন; গতিবেগ ঘণ্টায় ৪০০ কিলোমিটার ।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘ফুক্সিং’ বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০০ কিলোমিটার। গড় গতিবেগ ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এদিন ট্রেনটি প্রথম যাত্রা করল চীনের ব্যস্ততম বেইজিং-সাংহাই রুটে। একটি ট্রেন বেইজিং থেকে সাংহাইয়ের উদ্দেশে রওনা দেয় স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে। একই সময় সাংহাই থেকে অন্য একটি ট্রেন রওনা দেয় বেইজিংয়ের উদ্দেশে। দীর্ঘ বেইজিং-সাংহাই রুটে প্রতিদিন গড়ে ৫ লাখ ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি এই দীর্ঘ যাত্রাপথ এদিন দ্রুততম বুলেট ট্রেনটি অতিক্রম করে মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে। মাঝে দাঁড়ায় ১০টি স্টেশনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন