News71.com
 International
 27 Jun 17, 01:20 PM
 188           
 0
 27 Jun 17, 01:20 PM

সাবমেরিন থেকে আইসিবিএম’র পরীক্ষা রাশিয়ার ।

সাবমেরিন থেকে আইসিবিএম’র পরীক্ষা রাশিয়ার ।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যারেন্ট সি’তে অবস্থানরত পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। নরওয়ের কাছাকাছি অবস্থিত পানিসীমা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি দূরপ্রাচ্যের কামচাটকা উপত্যকায় আঘাত হেনেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে।মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশাটুডে বলেছে, ব্যারেন্ট সাগরে অবস্থানরত কৌশলগত ‘বোরি-শ্রেণির’ পরমাণু সাবমেরিন ‘ইউরি দলগোরুকি’ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘বুলাভা’ নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি তার পূর্ণাঙ্গ পাল্লা অতিক্রম করে কামচাটকা অঞ্চলের ‘কুরা’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।রণ-প্রশিক্ষণ কৌশল অবলম্বন করে পানির নীচ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে ঠিক কবে পরীক্ষাটি চালানো হয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি।

বুলাভা ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ৯,৩০০ কিলোমিটার। ইউরোপের পানিসীমা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটিকে এশিয়া মহাদেশের আকাশে প্রবেশ করার পর আরও ৪,৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কামচাটকায় পৌঁছাতে হয়েছে।রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের চতুর্থ প্রজন্মের বোরি-শ্রেণির পরমাণু সাবমেরিন ইউর দলগোরুকি ২০০৮ সালে কমিশন পেয়েছে। এই সাবমেরিন সর্বোচ্চ ১৬টি সাগর-ভিত্তিক বুলাভা ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ইউরি দলগোরকি ছাড়াও রাশিয়ার কাছে একই শ্রেণির আরো দু’টি সাবমেরিন রয়েছে এবং অন্য পাঁচটি সাবমেরিন নির্মাণের কাজ চলছে। ২০২০ সাল নাগাদ ওই পাঁচ সাবমেরিনকে রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অন্তর্ভুক্ত করা হবে বলে মস্কো জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন