
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের বহুতল ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ৭৯ জনের মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে মনে করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।দেশটিতে বাংলাদেশের হাই কমিশন গতকাল সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই দুজনের নাম প্রকাশ করেছে।লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিসকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজন ব্রিটেন ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন- হুসনা বেগম (জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৯৫) এবং রাবেয়া বেগম (জন্ম: ১৫ নভেম্বর ১৯৫২)।তাদের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ না করলেও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা থাকতেন গ্রেনফেল টাওয়ারের ১৪২ নম্বর অ্যাপার্টমেন্টে। তবে ধারণা করা হচ্ছে সম্পর্কে তারা মা ও মেয়ে।গত ১৪ জুন ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জনের কোন খোঁজ মেলেনি। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ।