
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৪ সালে প্রথম বার দিল্লি সরকার নিলাম শুরু করে গাড়ির নম্বরের। অর্থাৎ, সরকারি খাতে ব্যবহৃত গাড়ির ‘ভিআইপি’ নম্বরগুলো সাধারণ মানুষ বা কোনো সংস্থাকে বিক্রি করে তা থেকে ‘রেভিনিউ জেনারেট’ করার লক্ষেই এমন পদক্ষেপ। এক সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, রাজধানীর পরিবহণের স্পেশাল কমিশনার কে কে দাহিয়া জানিয়েছেন যে, গত ছ’মাসে সরকার প্রায় ৫৪.৭০ লাখ টাকা আয় করেছে মাত্র ২৯টি এমন নম্বর বিক্রি করে।
কে কে দাহিয়া আরো জানিয়েছেন, ০০০১ নম্বরের চাহিদা সব থেকে বেশি। যার অকশন শুরুই হয় ৫ লাখ রুপি থেকে। এরপরে, ০০০২ থেকে ০০০৯ নম্বর পর্যন্ত দাম শুরু হয় ৩ লাখ থেকে। এ বছর, ০০০১ নম্বরটি বিক্রি হয় ১৬ লাখ টাকায়। এ যাবৎ সকল রেকর্ড ভেঙে নম্বরটি কেনে হসপিটালিটি সেক্টরের একটি বেসরকারি সংস্থা। এর আগে, ২০১৪ ও ২০১৫ সালে ০০০১ নম্বরের দাম উঠেছিল যথাক্রমে ১২.৫০ লাখ ও ১২.১০ লাখ।