
আন্তর্জাতিক ডেস্কঃ আর্জেন্টিনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বাসটিতে একটি নাচের গ্রুপের শিশু সদস্য,তাদের অভিভাবক এবং শিক্ষকসহ ৫০ জন ছিলেন। গতকাল সোমবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে,যার মধ্যে ৪টি শিশু রয়েছে। বুয়েন্স এইরেসের উপশহর গ্র্যান্ড বুর্গ থেকে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে বাসটি শিক্ষার্থীদের নিয়ে মেন্দোজার সান রাফায়েলে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে।
বলা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি বাবা-ছেলে যৌথভাবে চালাতো। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাণিজ্যিক পরিবহন চালানোর তাদের কোনো অনুমতি ছিলো না। এদিকে দুর্ঘটনার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি গভীর শোক জানিয়েছেন। একইসঙ্গে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।