News71.com
 International
 26 Jun 17, 12:02 PM
 191           
 0
 26 Jun 17, 12:02 PM

সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে বহু আত্মত্যাগ করেছে পাকিস্তান ।। পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে বহু আত্মত্যাগ করেছে পাকিস্তান ।। পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

 

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ছে পাকিস্তান,এখন অন্যদের করার সময় এসেছে। বিশেষ করে আফগানিস্তানের। পাকিস্তানের পাড়াচিনার এলাকাতে বিস্ফোরণের পরে এমন ভাষাতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের ভাবমূর্তি তুলে ধরলেন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। হামলার পরে রাওলপিণ্ডিতে পরিস্থিতি পর্যালোচনার জন্য উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পাক সেনা প্রধান। তারপরেই তিনি জানান,৯/১১ পর থেকেই সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে লড়তে বহু আত্মত্যাগ করেছে পাকিস্তান। তবে তাদের আত্মত্যাগ কখনই বাহবা পায়নি বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পাক সেনা প্রধানকে। সাম্প্রতিক এই হামলার পিছনে আফগান ও ভারতীয় গোয়েন্দা সংস্থা হাত রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের।

বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ আহত বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে,মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রে খবর,পাকিস্তানের পাড়াচিনার এলাকাতে বিস্ফোরণ হয়। সেই সময়ে এই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন