
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে আজ রবিবার মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আজ রবিবার আল-নূরি মসজিদে নামাজ আদায় করেন তিনি। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন।
নামাজ শেষে তিনি মসজিদের বাইরে এসে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলাম বিষয়ক মন্ত্রী মোহম্মদ আব্দেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন।