
আন্তর্জাতিক ডেস্কঃ বয়স মাত্র এক মাস। অথচ এর মধ্যেই তারা চাকরি পেয়ে গেছে। যেন তেন চাকরি নয় মশাই,রীতিমতো পুলিশের চাকরি! শুনতে তাজ্জব লাগলেও সত্যি। তাইওয়ানের ন্যাশনাল পুলিশ এজেন্সি সম্প্রতি নিয়োগ দিয়েছে এক মাস বয়সী ৬ শিশুকে। ব্যাপার এটাই-এই ৬ শিশু মানুষের নয়,এরা ৬ জন কুকুরের। তাইওয়ান পুলিশের বিশেষ শাখা কে-৯ ইউনিটের জন্যই এদের নিয়োগ করা হয়েছে। এই কুকুর ছানাদের ট্রেনিং দিয়ে অ্যান্টি বম্ব ও অ্যান্টি ড্রাগ ইউনিটে কাজে লাগেনো হবে।
এই ৬ খুদের নাম-লাকি স্টারস,শু,ফ্লাই,ব্রাদার,এজে এবং ফুল মুন। একথা জানিয়েছে নিই তাইপেই সিটি পুলিস ডিপার্টমেন্ট। ভবিষ্যতে এরা কড়া ট্রেনিংয়ের মধ্যদিয়ে যাবে এবং এক এক জন গোয়েন্দা কুকুর হয়ে উঠবে।