News71.com
 International
 25 Jun 17, 11:28 PM
 194           
 0
 25 Jun 17, 11:28 PM

অশান্ত কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা আহত।।

অশান্ত কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা আহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে ফের নতুন করে সন্ত্রাসী হামলার শিকার হলো ভারতীয় বাহিনী। এবার সন্ত্রাসী হামলার কবলে পড়ে আহত হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। আজ রবিবার ভোরে জঙ্গি হামলায় শ্রীনগরে আহত হয়েছেন দুই ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলের নিকটবর্তী এলাকায়।

জানা গিয়েছে,সন্দেহভাজন জঙ্গিরা দিল্লি পাবলিক স্কুলের ভেতর আশ্রয় নেয়। সে স্থানের কাছেই রয়েছে শ্রীনগর-জম্মু মহাসড়ক। স্থানটিতে তল্লাশি চালাতে গেলে সন্ত্রাসীরা সেনাদের ওপর হামলা চালায়। কাশ্মীরে ক্রমাগত বাড়তে থাকা অশান্তির আবহে উত্তাল হয়ে রয়েছে উপত্যকা। তার ওপর নতুন করে এই ঘটনায় এবারও অশান্তিকে নতুন করে উসকানি দেয় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত দুই সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে কঠোর তল্লাশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন