
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ভারত-নির্মিত বাঁধের কাছে একটি চেকপোস্টে তালিবান হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে মারা গিয়েছে ৫ সন্ত্রাসীও।এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে হেরাত প্রদেশের চাশত জেলায় সালমা বাঁধের কাছে চেকপয়েন্টে হামলা চালায় তালিবানের একটি দল। তখনই পাল্টা গুলি চালায় পুলিশও। দু পক্ষের গুলিবিনিময়ে প্রাণ হারান ১০ পুলিশকর্মী।সালমা বাঁধ ভারত-আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচায়ক। গত বছর জুন মাসে যৌথভাবে এই বাঁধের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। অন্যতম গুরুত্বপূর্ণ হেরাত প্রদেশে ১,৭০০ কোটি রুপি ব্যয়ে এই বাঁধ তৈরি করেছে দিল্লি।