
আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানান,সূর্যাস্তের পর ঈদের চাঁদ ওঠার মধ্য দিয়ে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র দিনটি পালনের জন্য প্রস্তুতি নেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এসময় তিনি রমজান মাসের গুরুত্ব ও পবিত্রতা বর্ণনা করে বলেন,শুধু দৈহিক নয়,আত্মার পরিশুদ্ধতার জন্য মুসলিম ধর্মীবলম্বীদের কাছে রোজার গুরুত্ব অপরিসীম। এছাড়া,তার দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বলে জানান তিনি। বিবৃতিতে তিনি উৎসবের দিনটিতে বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানান। পাশাপাশি মুসলিম উম্মাদের শান্তি কামনা করেন।