আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসলামিক স্টেট এর দুই জঙ্গি। আজ রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটিতে নিরাপত্তা কর্মীদের ওপর এটাই সর্বশেষ হামলার ঘটনা। কর্মকর্তারা জানান,দুজন হামলাকারী ‘আল্লাহু আকবার’(আল্লাহ মহান) বলে হামলা চালায়। মেদান নগরীর উত্তর সুমাত্রার পুলিশ সদরদপ্তরের নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। সুত্র জানাচ্ছে,ঘটনার পরপরই বেশ কয়েকজন পুলিশ জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালায়। এতে এক জঙ্গি নিহত ও অপরজন গুরুতর আহত হয়।