News71.com
 International
 25 Jun 17, 02:24 PM
 175           
 0
 25 Jun 17, 02:24 PM

লন্ডনের বেথনাল গ্রিনে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ড।।

লন্ডনের বেথনাল গ্রিনে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে একটি চারতলা ভবনে আগুন লেগে একজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে তুরিন স্ট্রিটে ভবনটির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ছাদও পুরোপুরি পুড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়,স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বাহিনীর ১০টি গাড়ি এবং ৭২ জন কর্মীআগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে। ওই এলাকার এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ঘটনাস্থলে ছুটে যান। গ্রেনফেল টাওয়ারের অভিজ্ঞতা থেকে এখানকার বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে পড়েছিল বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন