News71.com
 International
 25 Jun 17, 02:09 AM
 191           
 0
 25 Jun 17, 02:09 AM

ফিলিপাইনে ৮৯ জঙ্গির মধ্যে রয়েছে ৩ বাংলাদেশি ।

ফিলিপাইনে ৮৯ জঙ্গির মধ্যে রয়েছে ৩ বাংলাদেশি ।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের মিন্দানাও এলাকায় ৮৯ জন সন্দেহভাজন বিদেশি আইএসপন্থী জঙ্গি অবস্থান করছে।দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানা যায় এর মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে ওই খবরে দাবি করা হয়েছে। ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর তথ্য বলছে, সন্দেহভাজন ৮৯ জন বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছেন।জঙ্গি সদস্যরা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত হয়ে ফিলিপাইনে প্রবেশ করেছেন বলে ধারণা করছে সে দেশের নিরাপত্তা বাহিনী।

৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার মধ্যে ২৮ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন পাকিস্তানের, ২১ জন মালয়েশিয়ার, চার জন আরবের, তিন জন বাংলাদেশের, একজন ভারতের এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। বাকি পাঁচজনের পরিচয় এখনও জানা যায়নি।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণপূর্ব এশিয়ার ইসলামি জঙ্গিরা জিহাদে অংশ নেওয়ার জন্য ফিলিপাইনে বেশি আসছেন বলে প্রতিবেদনে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন