News71.com
 International
 24 Jun 17, 11:05 AM
 165           
 0
 24 Jun 17, 11:05 AM

রাশিয়ার বিরুদ্ধে তদন্তকারী মার্কিন কর্মকর্তা মুলারকে সন্দেহ করছেন ট্রাম্প।।

রাশিয়ার বিরুদ্ধে তদন্তকারী মার্কিন কর্মকর্তা মুলারকে সন্দেহ করছেন ট্রাম্প।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব খাটানোর ঘটনার তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুয়েলারের নিরপেক্ষতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন।একইসঙ্গে মুয়েলারের সঙ্গে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি’র বন্ধুত্ব থাকার বিষয়টিকেও ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। কার্যকরভাবে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নেতৃত্ব দিতে না পারার অভিযোগে গত ৯ মে নিজের নিয়োগ দেওয়া কোমিকে ট্রাম্প নিজেই বরখাস্ত করেন।ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি মুয়েলারের পদত্যাগ চান কিনা। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি পরে দেখা যাবে। তবে ব্যক্তি হিসেবে মুয়েলারের প্রশংসা করে তাকে ‘সম্মানীয় ব্যক্তি’ বলেছেন তিনি।

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এর আগে তদন্ত করছিলেন কোমি ও তার সংস্থা। কোমির চাকরিচ্যুতির পর বিচার বিভাগের বিশেষ কাউন্সিল মুয়েলারের কাঁধে দায়িত্বটি তুলে দেয়।ট্রাম্পমুয়েলার তদন্তকাজের কোনো তথ্য এখনো প্রকাশ না করলেও মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুসারে, কোমির চাকরিচ্যুতিতে এবং বরখাস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে চলমান তদন্তে সম্ভাব্য বাধাদানের সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেই অনুসন্ধান চালাচ্ছেন।ট্রাম্প অবশ্য বারবারই রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন