
আন্তর্জাতিক ডেস্কঃ ফের প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান। পর পর দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্রে জানা গেছে,আজ বিকেলে পাকিস্তানের পাড়াচিনার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময়ে এই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সেনা কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে চলছে তল্লাশি। প্রসঙ্গত,আজ শুক্রবার সকালেই বিস্ফোরণে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানের কোয়েটা শহরে পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে বিস্ফোরণে অন্তত ১২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।