News71.com
 International
 23 Jun 17, 12:17 PM
 187           
 0
 23 Jun 17, 12:17 PM

সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করবে মানুষ।।আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা

সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করবে মানুষ।।আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা

 

আন্তর্জাতিক ডেস্কঃ কাজের চাপে ক্লান্তি কার নেই! সপ্তাহ শেষের ছুটির জন্য অপেক্ষা কারো নেই! অনেক ক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস হলেও এখনো বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র এক দিন ছুটি। বাকি ছয় দিনই কাজ আর কাজ। এরই মধ্যে এমন এক স্বপ্ন দেখালেন বিশ্বখ্যাত ই-কমার্স সংস্থা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। আগামী দিনে মানুষের কাজের সময় কমতে চলেছে বলে ইঙ্গিত দিয়ে জ্যাক মা বলেন,শুধু চার দিন কাজই নয় আর ৩০ বছরের মধ্যে এমন দিন আসবে,যখন দৈনিক কাজের সময় কমে হবে মাত্র চার ঘণ্টা। গত মঙ্গলবার ‘গেটওয়ে-১৭ কনফারেন্স’-এ যোগ দিতে এসে দেওয়া সাক্ষাৎকারে জ্যাক মা বলেন,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে মানুষের জীবন অনেক সহজ করে দেবে। আমি মনে করি আগামী ৩০ বছরের মধ্যে মানুষ মাত্র চার ঘণ্টা কাজ করবে আর সেটাও সপ্তাহে মাত্র চার দিন।

যন্ত্রই কি মানুষের হয়ে সব কাজ করে দেবে? চীনা বিলিওনিয়র জ্যাক মা বলেন,আমি মনে করি মানুষের মতো যন্ত্র বানানো উচিত নয়। বরং এমন যন্ত্র বানানো উচিত যার দ্বারা সম্ভব হবে সেই কাজ যা মানুষ করতে পারে না। তাঁর বিশ্বাস,সেই সব দিনেও যন্ত্র মানুষকে নয়,মানুষই যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে তাঁর বিশ্বাস প্রযুক্তির আরও বেশি উন্নতি অনেক সমস্যা তৈরি করবে। এমনকি যুদ্ধও। জ্যাক মা বলেন,তৃতীয় প্রযুক্তি বিপ্লব বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন