
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি ব্যাংকের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে। গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলাকারীরা ব্যাংকটির ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। তবে আরও ৬০ জন ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবারের এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে বহু প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস)। তবে সর্বশেষ এ হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।