
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিয়াংশু প্রদেশে একটি নার্সারি স্কুলে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।আজ বৃহস্পতিবার সুঝোউ শহরের ওই স্কুলটিতে অভিভাবকরা তাদের সন্তনদেরকে নিতে আসার সময় প্রবেশপথের কাছে এ বিস্ফোরণ ঘটে।হতাহতদের মধ্যে কোনও শিশু আছে কিনা বা থাকলেও কতজন আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিস্ফোরণের কারণও জানা যায়নি। এক স্থানীয় পুলিশ কর্মকর্তা এ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।সামাজিক যেগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে লোকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।চীনের নিউজ ওয়েবসাইট স্থানীয় এক দোকান মালিকের বরাত দিয়ে বলেছে, তিনি বিকালের দিকে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনেছেন। কাছাকাছি কোনও খাবার দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে তার মনে হয়েছে।