News71.com
 International
 22 Jun 17, 07:45 PM
 163           
 0
 22 Jun 17, 07:45 PM

যুক্তরাজ্যের এমবিই সম্মাননা পেলেন বাংলাদেশের তাহমিনা রহমান।।

যুক্তরাজ্যের এমবিই সম্মাননা পেলেন বাংলাদেশের তাহমিনা রহমান।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বাক স্বাধীনতা ও তথ্য অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ আর্টিকেল ১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক তাহমিনা রহমান ব্রিটিশ সরকারের মোস্ট একসিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা এমবিই (Most Excellent Order of the British Empire - MBE) সম্মাননা অর্জন করেছেন। ব্রিটেনের রানির জন্মদিন উপলক্ষে দেওয়া এ বিশেষ সম্মাননায় ডিপ্লোমেটিক সার্ভিস অ্যান্ড ওভারসিস ক্যাটেগরিতে তিনি এ সম্মানে ভূষিত হয়েছেন বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

মানবাধিকার রক্ষায় তাহমিনা রহমানের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। প্রায় এক দশক ধরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি মতপ্রকাশ ও তথ্য অধিকার বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন। তাহমিনা রহমান নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্নব গুরুত্বপূর্ণ কমিটিতে প্রতিনিধিত্ব করেছেন। তাহমিনা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অধ্যয়ন করেন এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাক আর্থার ফেলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন