News71.com
 International
 22 Jun 17, 06:09 PM
 193           
 0
 22 Jun 17, 06:09 PM

শত বছর পর আমেরিকায় আবারও দেখা দিচ্ছে বিরল সূর্যগ্রহণ

শত বছর পর আমেরিকায় আবারও দেখা দিচ্ছে বিরল সূর্যগ্রহণ

 

আন্তর্জাতিক ডেস্কঃ শত বছর তো হবেই। এই দীর্ঘ সময়ের পর আমেরিকা আবারো প্রস্তুতি নিচ্ছে এক বিরল ঘটনার জন্য। এক পরিপূর্ণ সূর্যগ্রহণ ঘটতে চলেছে যা উপকূল থেকে উপকূল অবধি দেখা যাবে। লাখ লাখ মার্কিনি এ ঘটনা চাক্ষুস করতে পারবেন। ১৯১৮ সালের ২১ আগস্ট এমনই এক সূর্যগ্রহণ হয়েছিল। এ সময় সূর্য আর পৃথিবীর মাঝখান দিয়ে চলে যাবে চন্দ্র। পৃথিবীর সামনের সূর্যটা ঢেকে যাবে চাঁদের কারণে। যে চন্দ্র জোছনা বিলায়,তার বিশাল এক ছায়া পড়বে পৃথিবীতে। সূর্যের এই গ্রাস বা সোলার করোনা এবং উজ্জ্বল তারকারাজিও দেখা যাবে এ সময়।

অরিগনের পশ্চিম থেকে দক্ষিণ ক্যারোলিনার পূর্বেও চাঁদের ৭০ মাইল প্রশস্ত ছায়া পড়বে। সূর্যালোক ছাড়া দিনের দুই মিনিট দেখতে পারবে ১৪টি অঙ্গরাজ্যের অধিবাসীরা। আমেরিকার এই অংশটাতে বাস করে প্রায় ১২ মিলিয়ন মানুষ। দিনের বেলায় গাড়িতে চলমান অবস্থাতে এই অঞ্চলে দেশের দুই-তৃতীয়াংশ মানুষও থাকে বলে জানায় ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন মার্টিন নোপ। পূর্ণ সূর্যগ্রহণ একমাত্র আমেরিকাই দেখতে পারবে। কাজেই পৃথিবীর অন্যান্য দেশ থেকে ওই দিন আমেরিকায় ভিড় জমাবেন আগ্রহীরা।

এই বিরল ঘটনা ক্যামেরাবন্দি করবে মহাশূন্যে ভাসমান বিভিন্ন যান,নাসার এয়ারক্রাফট,উচ্চে ভ্রমণ করতে পারে এমন ৫০টিরও বেশি বেলুন এবং মহাকাশে অবস্থানরত মহাকাশচারীরা। কয়েকটি অঞ্চলজুড়ে চাঁদের ছায়া পড়ে এমন সূর্যগ্রহণ দেখা যায় না ১৯৭৯ সাল থেকে। আরেকটি হবে ২০২৪ সালে। তখন টেক্সাস থেকে মেইনে পর্যন্ত সূর্যগ্রহণ দেখা যাবে। ইতিমধ্যে নাসা এই সূর্যগ্রহণ কীভাবে নিরাপদে দেখা যাবে সে সম্পর্কে পরামর্শ প্রদান করে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন