আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইউলিন শহরের বিখ্যাত বার্ষিক কুকুরের মাংস উৎসব শুরু হয়েছে। এ বছর চীনের গুয়াংজি প্রদেশের বাৎসরিক এই উৎসবের বিরাধীতাও হচ্ছে। গুজব উঠেছিল,উৎসব বন্ধ হতে পারে। তবে তবে তার পরেও উৎসব শুরু হয়েছে। উৎসবে অংশ নেওয়া মাংসের দোকানের মালিকরা জানিয়েছে,এই উৎসবে কোনো নিষেধাজ্ঞা নেই।
আজ বুধবার ইউলিন শহরের সবচেয়ে বড় বাজার ডংকোউয়ের মাংসের দোকানগুলোতে কুকুরের মাংস বিক্রি করতে দেখা গেছে। জানা গেছে,উৎসবের নিরাপত্তায় ব্যাপক সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। কুকুরের মাংস উৎসব বিরোধী আন্দোলনও চলছে। কুকুর বিক্রি যেখানে হচ্ছে,সে বাজারে আন্দোলনকারীরা যেতে চাইলে পুলিশ তাকে বাজারে ঢুকতে দেয়নি।