News71.com
 International
 21 Jun 17, 07:24 PM
 150           
 0
 21 Jun 17, 07:24 PM

ফিলিপাইনে হামলা চালিয়ে স্কুল দখল করল জঙ্গিরা।।  

ফিলিপাইনে হামলা চালিয়ে স্কুল দখল করল জঙ্গিরা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে সেনাদের ওপর হামলা চালিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় দখল করে নিয়েছে জঙ্গিরা। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। পুলিশ ও স্থানীয় মেয়র বলেন,মারাউই নগরী থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের খামার প্রধান শহর পিগকাওয়াইয়ানের একদল সেনার ওপর বন্দুক হামলা চালিয়ে স্কুলটি দখল করে নেয় বন্দুকধারীরা।

তবে শিক্ষার্থী না শিক্ষকদের জিম্মি করা হয়েছে সে ব্যাপারে প্রধান ইন্সপেক্টর রিয়ালান ম্যামন নিশ্চিত করে কিছু জানাননি। ফিলিপাইনের মারাউই এলাকায় এক মাসের বেশি সময় ধরে ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে। এই যোদ্ধাদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) এর সম্পৃক্ততা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন