আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন আরও ৪২ জন।সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সই হওয়ার একদিন পর মঙ্গলবার বিকালে ব্রিয়া শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।রাজধানীর বেনগুই থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ব্রিয়া শহরে নিহতের বেশ কিছু মৃতদেহ এখনও মাটিতে পড়ে রয়েছে। এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যারা শটগানে আহত হয়েছে বলে জানিয়েছে।মেয়র মাউরাইস বেলিকুসো রয়টার্সকে বলেছেন, ‘আমি প্রায় ৫০ জন নিহতের কথা বলতে পারি। হাসপাতালে ৪২টি মৃতদেহ পাঠানো হয়েছে। এছাড়া আশেপাশের এলাকাতে আরও কিছু মৃতদেহ পড়ে রয়েছে।