আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে একজোট হল ইন্দোনেশিয়া,মালয়েশিয়া ও ফিলিপিন্স। ব্রুনেইয়ের উত্তরের সুলু সাগরে যৌথ অভিযানে নামল এই তিন দেশের নৌসেনা। ইন্দোনেশিয়ার মিলিটারির পক্ষ থেকে জানান হয়েছে,আশিয়ান ভুক্ত দেশ গুলির মধ্যে শান্তি বজায় রেখে জলপথে দস্যু আক্রমণ,সন্ত্রাসবাদ,অপহরণ ও বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্য এই তিনটি দেশ অভিযানে নেমেছে।
অভিযানের শুরুর আগে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেনইন্দোনেশিয়া, মালয়েশিয়া,ফিলিপিন্স,ব্রুনেই ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনার উচ্চপদস্থ অভিসারেরা। এছাড়া তারাকানে স্থাপন করা হয়েছে মেরিটাইম কমান্ড সেন্টার। ইন্দোনেশিয়ার সেনা প্রধান জেনারেল গাটোট নুরমান্তিও জানিয়েছেন,ওই অঞ্চলে তিনটি দেশের সেনা ত্রিকোণ ভাবে কাজ করবে। মাকড়সার জালেম মতো ছড়িয়ে থাকবে তিনদিক থেকে।