আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই পদ থেকে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েক বিন আব্দুল আজিজ। রাজকীয় ফরমানের উদ্বৃতি দিয়ে সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে নতুন ক্রাউন প্রিন্সের নাম ঘোষণার বিষয়টি জানানো হয়।