আন্তর্জাতিক ডেস্ক : আজ তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস। লখনউয়ে রমাবাই আম্বেডকর ময়দানে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নাইক। ভারত সহ বিশ্বের ১৫০ টি দেশে যোগ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ দিবস উপলক্ষ্যে গুজরাতের আমদাবাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী রূপানি। ছিলেন যোগগুরু রামদেবও।
লখনউয়ের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, সুস্থ থাকতে যোগের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সমগ্র বিশ্বই এখন উত্সাহের সঙ্গে যোগ দিবস পালন করছে। যোগের জন্য সারা বিশ্বেই আজ ভারতীয়দের প্রয়োজন।তিনি আরও বলেছেন, দৈনন্দিন জীবনে যোগকে অপরিহার্য হিসেবে বিবেচনা করা দরকার।
প্রধানমন্ত্রী বলেছেন, অনেকের জীবনের সঙ্গেই জড়িয়ে গিয়েছে যোগ। ভারতের বাইরে এর বিপুল জনপ্রিয়তা রয়েছে।সারা দুনিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র গড়ে দিয়েছে যোগ।
প্রধানমন্ত্রী বলেছেন, গত তিন বছরে বহু যোগ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যোগ প্রশিক্ষকদের চাহিদা বাড়ছে। আদিত্যনাথ তাঁর ভাষণে বলেন, প্রধানমন্ত্রীর জন্যই আজ সারা বিশ্ব যোগ দিবস পালন করছে।